প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৮:০৪ পিএম | অনলাইন সংস্করণ
লালমনিরহাটে বাড়ি থেকে পালিয়ে ভালোবাসার মানুষকে বিয়ে করায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে অযথা হয়রানির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতেই এ সংবাদ সম্মেলন করেন মেয়ে রিফাহ তাসনিয়া।
সাবালিকা মেয়েকে নাবালিকা বানিয়ে মিথ্যা অপহরণ মামলা করেছেন বলে জানান তিনি। এ ঘটনায় বাবা এন্তাজুর রহমানের বিরুদ্ধে অনলাইনে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে রিফাহ তাসনিয়া।
অভিযোগকারী রিফাহ তাসনিয়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামের মো. এন্তাজুর রহমানের মেয়ে।
সংবাদ সম্মেলনে রিফাহ বলেন, জন্মসনদ অনুযায়ী আমার বয়স ১৮ বছর ৯ মাস। ৯ মাস আগেই আমি সাবালিকা হয়েছি। চলতি বছরের ৪ অক্টোবর ধর্ম মেনেই আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। কিন্তু আমার বাবা শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান আমার স্বামীর বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
তিনি আরো বলেন, আমার শ্বশুর মাসুম পারভেজ লালমনিরহাটের একজন সফল ব্যবসায়ী ও সম্ভ্রান্ত ব্যক্তি। বাবার কারণে আমার শ্বশুরেরও সম্মানহানি হচ্ছেন। স্বামী ও শ্বশুরের সম্মান রক্ষায় আমি আমার বাবার করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। একইসঙ্গে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই।
সংবাদ সম্মেলনে রিফাহ তাসনিয়ার শ্বশুর মাসুম পারভেজ ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।