প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৮:০১ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ওই বাস থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) কুমিল্লার চান্দিনায় এ ঘটনা ঘটে। নিহত কামাল মজুমদার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং বিভাগে কর্মরত ছিলেন। তিনি মনোহরগঞ্জ উপজেলার খিলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কাঠেরপুল এলাকায় ইউটার্নে নেন কামাল মজুমদার। ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা সততা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কামাল মজুমদারকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের ময়নামতি ক্রসিং থানার ওসি শাফায়াত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাসের ভেতর ১১ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো যাত্রী সেগুলো বহন করছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।