পুলিশ মুম্বাইয়ের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ভারতের জনপ্রিয় গায়ক গুরু রনধাওয়া ও ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে গ্রেফতার করেছে । কোভিড নীতিমালা ভঙ্গ করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানা গেছে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে।
সূত্রের খবর, ‘ড্রাগনফ্লাই ক্লাব’-এ অভিযান চালায় মুম্বাই পুলিশ। সেখান থেকে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, গায়ক রনধাওয়াসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে তাদের। পরে অবশ্য সুরেশ রায়না এবং গুরু রনধাওয়াকে জামিন দেওয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ক্লাবে নাইট কারফিউ উপেক্ষা করে পার্টি চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সেখানে হৃতিক রোশনের স্ত্রী সুজান খান ও জনপ্রিয় গায়ক বাদশাও ছিলেন। পুলিশের অভিযানের খবর পেয়ে বাদশা দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলেও জানানো হয়।
জানা গেছে, গত সোমবার থেকে মুম্বাইয়ে নাইট কারফিউ জারি করা হয়েছে। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ কারফিউ। এ সময় রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতেই এ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।