দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মোট ৭ হাজার ৩২৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৫০১ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৫ জন এখন পর্যন্ত সুস্থ ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৫৮৬ জন এবং নারী ১ হাজার ৭৪৩ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১-৫০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেটে একজন এবং রংপুরে একজন । ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ১৬ জন এবং বাড়িতে একজন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৫টি। এখন পর্যন্ত ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮.৭০ শতাংশ এবং এ পর্যন্ত ১৬.২১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৭.৭৭ শতাংশ এবং মারা গেছে ১.৪৬ শতাংশ।