প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৩:২০ পিএম | অনলাইন সংস্করণ
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় চার ডাক্তারসহ পাচঁজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, কারটির সঙ্গে আগে থেকেই একটি ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা ছিল। যা বিস্ফোরিত হয়ে পাচঁজনের মৃত্যু ঘটায়। এই হামলার দায় এখনও কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে কাবুল পুলিশ।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ সংবাদ মাধ্যমকে বলেছেন, কারটিতে চড়ে ডাক্তাররা কাবুলের পুল-ই-চরকি নামে একটি কারাগারের দিকে যাচ্ছিলেন। এসময় বোমাটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
আফগানিস্তানের সবচেয়ে বড় এই কারাগারটিতে কয়েকশ তালেবানি যোদ্ধা বন্দি আছেন।
এর আগে রবিবার কাবুলে কার বোমা হামলায় আটজন নিহত হন। একজন সংসদ সদস্যসহ আহত হন কমপক্ষে আরও ১৫ জন। এই হামলার একদিন আগে শনিবার রিকশায় পেতে রাখা বোমার বিস্ফোরণে আফগানিস্তানের গানজায় ১১ শিশু প্রাণ হারায়।