প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১১:১৯ এএম আপডেট: ২২.১২.২০২০ ৩:১৯ পিএম | প্রিন্ট সংস্করণ
রাজধানীর মিরপুরে অবস্থিত কালসিতে একটি বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির প্রায় দুই শতাধিক ঘর। ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সোমবার বেলা দেড়টার দিকে নাভানা টাওয়ারের পাশে মিরপুর ১১ নম্বরের তালতলা খিচুড়ি পট্টির ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। এদিকে এই আগুন লাগার কারণে ঘরহীন গরিব মানুষগুলোর অবস্থান হয়েছে এখন খোলা আকাশের নিচে। নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র, মূল্যবান জিনিস সব হারিয়ে দিশেহারা এই মানুষগুলো খাবার-দাবার কিছু পেলেও কনকনে শীতের রাতে এসব মানুষ কোথায় যাবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। অনেককেই রাস্তার পাশে যা কিছু বাঁচাতে পেরেছে তা নিয়ে হন্তদন্ত হয়ে বসে থাকতে দেখা গেছে।