রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত
প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১১:১৯ এএম আপডেট: ২২.১২.২০২০ ৩:১৭ পিএম | প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় বোনের করা মামলার অভিযোগপত্র অবশেষে গ্রহণ করেছেন আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে এবং পলাতক টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। ফরিদুল জানিয়েছেন, সিনহার বোন শারমিনের দায়ের করা মামলার শুনানির নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছে। এতে আদালত অভিযোগপত্রভুক্ত ১৫ জন আসামির মধ্যে পলাতক থাকা টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পিপি ফরিদুল বলেন, সিনহা হত্যার ঘটনায় টেকনাফ থানায় পুলিশের দায়ের দুইটি মামলার শুনানির নির্ধারিত দিনে আগেই দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে নিহত সিনহার সঙ্গে ‘ডকুমেন্টারি’ নির্মাণে যুক্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
এদিকে, সিনহার অপর সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে রামু থানার অপর মামলায় আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে বলে জানান সরকারি এ আইন কর্মকর্তা। মামলাটির ব্যাপারে আসামিকে নির্দোষ দাবি করে গত ১৩ ডিসেম্বর র‌্যাবের তদন্ত কর্মকর্তা বিমান চন্দ্র কর্মকার আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এরআগে গত ৩১ জুলাই টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় সিনহার সঙ্গী সাইদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুইটি এবং রামু থানায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছিল। এরপর ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানায় সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ নয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ওই অভিযোগে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়। তারই ধারাবাহিকতায় আদালত র‌্যাবকে মামলাটি তদন্ত ভার দেয়। ঘটনার মোর ঘুরে আস্তে আস্তে আসল ঘটনার জট খুলতে থাকে। এর পরদিন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের সাত সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে পুলিশের দায়ের মামলার তিন সাক্ষী এবং ঘটনার সময় শামলাপুর চেকপোস্টে দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন সদস্যকেও আসামি দেখিয়ে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই অভিযোগে গ্রেফতার করে আসামি দেখানো হয় টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে। ১৩ ডিসেম্বর সিনহা হত্যার ঘটনাটি পূর্ব-পরিকল্পিত দাবি করে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম। এরফলে টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবকে নতুন করে আসামি করা হয়। অভিযোগপত্র ১৫ জন আসামির মধ্যে ১৪ জন কারাগারে থাকলেও নতুন করে আসামি হওয়া এএসআই সাগর দেব এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছে। তাছাড়া কারাগারে থাকা ১৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম। এ পর্যন্ত ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন বলে জানানো হয়েছে। তবে এখন এ বিষয়ে মুখ খুলছেন না ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা । তারা কোন স্বীকারোক্তিমূলক জবান বন্দি দেন নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]