প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১২:২৯ পিএম | অনলাইন সংস্করণ
তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এমপি আবেগ নিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করলে মোটেই মনে হয় না প্রধানমন্ত্রীর সাথে দেখা করছি, মনে হয় আমি আমার মায়ের সাথে দেখা করছি আর এটাই হলো আমাদের দলের সাথে অন্য দলের সাথে পার্থক্য। যে দল মানু্ষ পুড়িয়ে হত্যা করে তারা রাজ পথে কিভাবে থাকবে জানা নেই। মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলতে চাই, হাওয়া ভবন স্থাপন করে মানুষের থেকে টোল নেয়া হতো, এর পাশাপাশি আরো বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন আপনাদের দলের কর্মীরা এবং আমি বিএনপিকে অনুরোধ জানাবো বিভ্রান্তীকর বক্তব্য মানুষের কাছে পেশ করে জনগনের কাছে নিজেদের হাস্যকর বানাবেন না। মানুষকে বোমা মেরে হত্যা ও জিয়াউর রহমান যেভাবে সৈনিক হত্যা করেছেন, তার জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী এবং চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শামীম এম.পি, পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা, এ কে এম এনামুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি, প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাক এর সন্তান জনাব রাহিম রাজ্জাক এম.পি, জাতীয় প্রেসক্লাবের সভাপতিঃ সাইফুল আলম, আওয়ামী লীগ নেতাঃ এড.বলরাম পোদ্দার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা এবং আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।