প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১১:২৭ এএম | অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যে নতুন রূপ নেওয়া করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতালিতেও মিলেছে করোনার নতুন প্রজাতির অস্তিত্ব। দেশটির সঙ্গে সোমবার পর্যন্ত ৪০টি দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। জারি করেছে ভ্রমণ নিষেধাজ্ঞাও।
তবে নতুন এই প্রজাতির করোনা দ্রুত ছড়াচ্ছে বলেও দাবি করা হচ্ছে। তবে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিষয়ে নতুন করে সতর্ক হওয়ার প্রয়োজনও নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান এসব কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
গেল কয়েকদিনে যুক্তরাজ্যের কমপক্ষে ৬০টি স্থানে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন উক্ত স্থানগুলোকে করোনার বিস্তার দ্রুত ঘটছে।
মূলত ভাইরাস তার রূপ বদল করে বিভিন্ন কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এক মানবদেহ থেকে অন্য মানবদেহে দ্রুত ছড়াতে, দ্রুত বংশবৃদ্ধি করতে এবং ওষুধ প্রয়োগের মধ্যেও টিকে থাকার সক্ষমতা অর্জন করতে। কখনো কখনো ভাইরাস রূপ বদল করে হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ ফের বৃদ্ধির কারণে বেশ কয়েকটি দেশ আবারও কড়াকড়ি আরোপ করেছে। বন্ধ করে দিয়েছে বিমান ও সীমান্ত যোগাযোগ।
তবে মাইক রায়ান বলেছেন, এই নতুন ধরনের ভাইরাসের সংক্রমণের গতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আর সেটা নিয়ন্ত্রণে রাখতে নতুন কিছু করার প্রয়োজন নেই। যে পদ্ধতিগুলোতে করোনা মোকাবিলা করা গেছে, নতুন এই ভাইরাসকেও সেই একই পদ্ধতি মেনে নিয়ন্ত্রণ করা যাবে। তবে, সেটা করতে হবে আরও কঠোরভাবে।
তিনি বলেন, আগেরবার একাধিক ক্ষেত্রে সংক্রমণের হার এর চেয়ে অনেক বেশি ছিল। সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সুতরাং, সেদিক থেকে দেখতে গেলে পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। তবে এটাকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। আমরা এখন যেভাবে ভাইরাস মোকাবিলা করছি, সেটাই সঠিক পদ্ধতি। আর আমাদের সেটাই আরও ভালোভাবে করতে হবে। ভাইরাসটি বেশি বিপজ্জনক হলেও এটাকে আটকে দেওয়া সম্ভব।