সোমবার (২১ ডিসেম্বর) সকালে পদ্মা ও মেঘনা নদীর কাঁচিকাটা এলাকায় চলন্ত লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে ।
লঞ্চযাত্রী নিলুফা, মাকসুদা, কহিনুরসহ কয়েকজন বলেন, সকাল ৮টায় শরীয়তপুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমভি শাহ আলী-৪ লঞ্চটি ছেড়ে আসে। কাঁচিকাটা এলাকায় পৌঁছালে দুটি স্পিডবোট নিয়ে লঞ্চে হানা দেয় ডাকাত দল। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ সব মালামাল লুটে নেয়। এছাড়া অনেকের ওপর হামলাও চালায়।
এদিকে, লুট শেষে ডাকাতরা পালানোর সময় একজন আটকা পড়েন। পরে যাত্রীরা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। আটক বেলায়েত হোসেন খান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খুরুমখালী গ্রামের আক্কাস খানের ছেলে।
ডাকাতির কথা অস্বীকার করে আটক বেলায়েত বলেন, আমাকে গভীর রাতে ডাকাতরা তুলে নিয়ে আসে। তারা আমাকে অনেক মারধরও করেছে। লঞ্চে ডাকাতি শেষে তারা আমাকে ছেড়ে যায়।
শাহ আলী লঞ্চের মাস্টার হেলার উদ্দিন বলেন, হঠাৎ দুই পাশ থেকে স্পিডবোট নিয়ে ১৭-১৮ জন উঠে আমাদের জিম্মি করে লঞ্চ থামিয়ে রাখে। তারা যাত্রীদের অস্ত্র দেখিয়ে সব নিয়ে যায়।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরে আইনের আওতায় আনা হবে।