আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯ সালের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা। তবে এ সময় আবাসিক হলগুলো বন্ধই থাকবে।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় অন্যান্য বর্ষের পরীক্ষার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, শিক্ষা পরিষদের জরুরি সভায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্পতম সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান সভাপতিত্ব করেন।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, কেবল ২০১৯ সালের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা ২ জানুয়ারি থেকে শুরু হবে। তবে শিক্ষার্থীদের ইন-কোর্স পরীক্ষা, ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ ও মৌখিক পরীক্ষার বিষয়ে বিভাগীয় একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সভায় শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষার সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ফলে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করে নিতে হবে। পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত আগামী ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।