প্রকাশ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ২:১৬ এএম | অনলাইন সংস্করণ
রোগীর শরীরের বাম পাশে হার্নিয়া। সেই অনুযায়ী অপারেশন বাম পাশে করার সিদ্ধান্ত থাকলেও চিকিৎসক করেছেন ডান পাশে!
বরিশাল নগরীর চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এমএস রহমান সুমন এমন কাণ্ড ঘটিয়েছেন। সম্প্রতি মো. মানিক (৪৪) নামে এক ব্যক্তি তার কাছে হার্নিয়ার চিকিৎসার জন্য আসেন। পরীক্ষা নিরীক্ষার পর ডা. সুমন জানান মানিকের শরীরের বাম পাশে হার্নিয়ার অপারেশন করাতে হবে। গত ১৭ ডিসেম্বর অপারেশন হয় মানিকের। ১৮ ডিসেম্বর সকালে জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তার পুরুষাঙ্গের ডান পাশে অপারেশন করা হয়েছে!
ভুক্তভোগী মানিক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে মেকানিকেল ফিডার হিসেবে কর্মরত। তার শরীরের যে দিককার সমস্যা, তা সমাধান না করেই আজ রোববার তাকে ছাড়পত্র দিয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে তোলপাড় চলছে বরিশালে।
মো. মানিক জানান, হার্নিয়ার সমস্যা নিয়ে গত ২২ নভেম্বর ইসলামী ব্যাংক হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. এমএস রহমান সুমনকে দেখান তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বাম পাশে হার্নিয়ার উপস্থিতি পেয়ে তাকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। অফিসের ছুটি না থাকায় ওই সময় অপারেশন করতে পারেননি মানিক। পরে ছুটি নিয়ে গত ১৭ ডিসেম্বর ডা. সুমনের মাধ্যমে অপারেশন করান। ১৮ ডিসেম্বর সকালে তিনি ভুল অপারেশনের বিষয়টি বুঝতে পারেন।
মানিক অভিযোগ করে বলেন, ‘ভুল অপারেশনের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা আমার অপারেশন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে যায়। অপারেশনের বিষয়টি কাউকে না বলার জন্যও অনুরোধ করেন তারা।’
তিনি আরও বলেন, ‘ভুল অপারেশনের বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপারেশন সম্পর্কিত সকল ফাইলপত্র নিয়ে দুই পাশে হার্নিয়া আছে উল্লেখ করে কাগজপত্র তৈরি করে।’
তবে চিকিৎকের প্রথম সাক্ষাতে দেওয়া ব্যবস্থাপত্রে বাম পাশে হার্নিয়া সমস্যার কথা স্পষ্ট উল্লেখ আছে বলে তিনি দাবি করেন। হার্নিয়া সমস্যার কোনো সমাধান না দিয়ে রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
এদিকে শুধু বাম পাশে রোগীর হার্নিয়া হয়দি দাবি করে বরিশাল নগরীর চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. এমএস রহমান সুমন বলেন, ‘রোগীর দুই পাশে হার্নিয়া হয়েছে। এক পাশের অপারেশন হয়েছে। আরেক পাশের অপারেশন করতে ৬ সপ্তাহ সময় লাগবে।’ তবে, বাম পাশে অপারেশনের কথা থাকলেও ডান পাশে অপারেশনের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. ইসতিয়াক আহম্মেদ বলেন, ‘ভুল অপারেশন হয়েছে স্বীকার করতে হবে। অভিযোগ শুনে আমি ওই সার্জন এবং রোগীর সাথে কথা বলেছি। এক পাশের অপারেশন আরেক পাশে হয়েছে। যে পাশে সমস্যা সেখানেও অপারেশন করতে হবে। পছন্দের সার্জন দিয়ে বিনামূল্যে বাম পাশের হার্নিয়া অপারেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে রোগীকে।’