প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১০:২৪ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ৪১৩ টি পাঙ্গাস ধরা পড়েছে।
রবিবার সুরেশ্বর পয়েন্টে চাঁদপুরের এক জেলের জালে এই মাছ গুলাে ধরা পড়ে । সব মিলিয়ে মাছ গুলাে ১০ লক্ষাধিক টাকা বিক্রি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এর আগে সুরেশ্বরের হালিসার গ্রামের এক জেলের জালে ৮১ টি পাঙ্গাস ধরা পড়েছিল। পদ্মা নদীতে একসাথে এত গুলাে পাঙ্গাস এর আগে কখনাে ধরা পড়ার নজির নেই।
শরীয়তপুরের কর্মরত ইকোফিস কর্মী সাইফুল ইসলাম বলেন , পাঙ্গাস ছাড়াও এ পয়েন্টে আইরর , রিটা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে । সরকারি - বেসরকারি সংস্থা গুলাে নদীতে তাদের কার্যক্রম অব্যহত রাখায় এখানে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে ।