প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ৮:১৭ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি কাতল ও ২১ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
রোববার (২০ ডিসেম্বর) ভোরে দৌলতদিয়া ১নং ফেরি ঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে জামাল হালদারের জালে বিশাল আকৃতির কাতল ও ধাওয়া পাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়ে।
জানা যায়, সকাল ৭টার দিকে জেলেরা মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস আড়ৎ এ আনলে এ সময় উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় জমায়।
পরে মাছ দুটি উন্মুক্ত নিলামে উঠলে ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ফেরি ঘাটের মৎস ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১শ টাকা কেজি দরে ৪৪হাজার ১শ টাকা দিয়ে কিনে তাৎক্ষনিক ঢাকার এক ব্যবসায়ীর নিকট ২২শ টাকা দরে ৪৬হাজার ২শ টাকায় বিক্রি করে এবং ২১ কেজি ওজনের কাতল মাছটি আরেক মৎস ব্যবসায়ী চান্দু মোল্লা ১৩শ ৫০টাকা কেজি দরে ২৮হাজার ৬শ টাকায় ক্রয় করে বেশী লাভের আশায় বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই ধরনের বড় মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।