প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ৮:১৫ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বরিবার (২০ ডিসেম্বর ২০২০) দুপুরে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেনের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, শরীয়তপুর জজকোর্টের এপিপি এ্যাড. পারভেজ রহমান (জন), বিএনপি মনোনীত প্রার্থী, শরীয়তপুর পৌরসভা বিএনপি’র সভাপতি এ্যাড. মো. লুৎফর রহমান ঢালী, জাতীয়পার্টির মোঃ শহিদ সরদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী তানভীর আহমেদ বেলাল।
মনোনয়নপত্র দাখিলের সময় নিজ নিজ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী শরীয়তপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।