প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর বাজার ও নেহালগঞ্জ বাজারের স্বনির্ভর খালের ওপড় নির্মিত সংযোগ সেতুটি সাধারন মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। সেতুটির পশ্চিম পাশে ১০০ মিটারের মধ্যে দক্ষিন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল চলাকালীন সময়ে ঝুঁকিপূর্ন ওই সংযোগ সেতুটি দেড়শতাধিক কোমলমতি শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র পথ।
এছাড়াও সেতুটি দিয়ে দুটি মাদ্রাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। সেতুটি দিয়ে প্রতিদিন আদমপুর বাজার ও নেহালগঞ্জ বাজারে শত শত মানুষ ঝুঁকি নিয়ে পন্য পরিবহন সহ যাতায়াত করেন। সেতুর রেলিং ভেঙে রড বেরিয়ে গেছে। সেতুর দুই পাশের এপ্রোচ সড়ক না থাকায় ছোট বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় রফিক হাওলাদার (৪৫), শানু চৌকিদার (৬৫) ও নুরজাহান বেগম (৪০) জানান, প্রায় দুই যুগ পূর্বে এলজিইডি স্বনির্ভর খালের ওপড় সেতুটি নির্মান করা হয়। নির্মানের পর থেকে সেতুটি সংস্কার না করায় ৫/৬ বছর পূর্বে সেতুর বিভিন্ন স্থানে ভেঙে রড বেড়িয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য সোহাগ হোসেন জানান, দশমিনা উপজেলা এলজিইডি অফিসে বারবার আবেদন দিলেও কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা এলজিইডি প্রকৌশলী মকবুল হোসেন জানান, সেতুটি সম্পর্কে আমার জানা নাই। খোজ নিয়ে বলতে পরব। বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন মৃধা জানান, অনেকবার এলজিইডির উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তারা কোন গুরুত্ব দিচ্ছেনা।