শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুদকের জালে আটকা গণপূর্ত, রাজউকের যেসব দুর্নীতিবাজ!
উৎপল দাস
প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ৪:২৭ পিএম আপডেট: ২০.১২.২০২০ ৪:৩৩ পিএম | অনলাইন সংস্করণ

মনির হোসেন ওরফে গোল্ডেন মনির সংশ্লিষ্ট সাবেক গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। শিগগিরই তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হবে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি- বলছে টিআইবি। বিষয়টি দুদকের নির্ভরযোগ্য এবং বিশস্ত সূত্র ভোরের পাতাকে নিশ্চিত করেছে। এমনকি চলতি সপ্তাহের মধ্যেই দুর্নীতিবাজ এই কর্মকর্তা এবং সিবিএ নেতাদের বিরুদ্ধে চিঠি ইস্যু করা হবে। 

উল্লেখ্য, রাজধানীতে ২০০ প্লটের মালিক গোল্ডেন মনির। এছাড়াও ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ দেখিয়ে তার সম্পদে হিসাব চেয়ে নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন। কিভাবে গোল্ডেন মনির বিপুল সম্পদের মালিক হলো তা খতিয়ে দেখছে দুদক।
 
অভিযোগ আছে, দুর্নীতির মাধ্যমে গোল্ডেন মনিরের বিশাল সম্পদ অর্জনে সহযোগী হিসেবে কাজ করেছে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকে। এ অভিযোগে এরই মধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। যার মধ্যে চারজনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে সংস্থাটি। এ চারজন হলেন- গৃহায়ণ ও গণপূর্তে অধিদপ্তরের অতিরিক্তি প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সিবিএ নেতা আব্দুল মালেক ও আব্দুল জলীল আকন্দ। এ মাসের মধ্যেই তাদেরকে আয়কর নথি, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র ও ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম স্বাক্ষরিত আলাদা নোটিসে ৮ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তাদেরকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল বলে কমিশনের মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

ওই সাতজনের মধ্যে তিনজনকে আগামী ৮ ডিসেম্বর তলব করা হয়। তাদের মধ্যে রাজউকের সিবিএ নেতা আবদুল জলিলকে ওই দিন সকাল ১০টায়, রাজউকের নিম্নমান সহকারী ও সিবিএ’র সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে সকাল সাড়ে ১১টায় এবং রাজউকের উচ্চমান সহকারী ও রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মালেককে দুপুর ২টায় তলব করা হয়।

অন্যদিকে রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে ৯ ডিসেম্বর সকাল ১০টায় এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে একই দিন সকাল সাড়ে ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, দুর্নীতির মাধ্যমে গোল্ডেন মনিরের বিশাল সম্পদ অর্জনে সহযোগী হিসেবে কাজ করেছে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকে। এ অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যার মধ্যে চারজনের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের।

গোল্ডেন মনিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আরো অন্তত একডজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক, এ কথাও জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। 

আগামী পর্বে: নারী কেলেংকারীর দায়ে সরিয়ে দেয়া হচ্ছে গণপূর্তে অধিদপ্তরের অতিরিক্তি প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]