প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১:২৮ পিএম | অনলাইন সংস্করণ
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা মারা গেছেন।
রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল (৮০) বছর। তার করোনা পজিটিভ ছিল।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, করোনা সংক্রমণ ধরা পড়ায় ৫ ডিসেম্বর মনজুরে মওলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার কোনো উন্নতি হয়নি।
পেশাজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করা মনজুরে মওলা গত শতকের আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে ছিলেন। ‘ভাষা শহীদ গ্রন্থমালার’ ১০১টি বই বাংলা একাডেমিতে তার অসামান্য কীর্তি।