প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১:২০ পিএম | প্রিন্ট সংস্করণ
খেলার মাঠে প্রতিবেদকনির্ধারিত সময়ে দলবদল না করায় ব্রাদার্স ইউনিয়নকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিয়ম ভঙ্গ করায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে কারণ দর্শাতে রোববার দুপুর ১২টা পর্যন্ত ক্লাবটিকে সময় বেঁধে দিয়েছে বাফুফে। ব্রাদার্স ইউনিয়নের জবাব পাওয়ার পরই বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি রোববার বিকেলে সভায় বসে সিদ্ধান্ত নেবে বলে বাফুফে সূত্রে জানা গেছে। গত ১৫ ডিসেম্বর শেষ হয়েছে নতুন ফুটবল মৌসুমের দলবদল। ব্রাদার্স খেলোয়াড় তালিকা জমা দিয়েছে তার দুই দিন পর ১৭ ডিসেম্বর। এদিকে ফেডারেশন কাপে খেলার জন্য অন্য ১২ ক্লাব অংশগ্রহণে সম্মতির জন্য যে ফরম পূরণ করে দিয়েছে, বাফুফের প্রফেশনাল লিগ কমিটিতে ব্রাদার্স তাও দেয়নি। ১ ডিসেম্বর ছিল ফরম জমা দেয়ার শেষ দিন। বাফুফে একবার তাগাদা দেয়ার পরও ব্রাদার্স জমা দেয়নি বলে জানা গেছে। কারণ দর্শানো চিঠি পাওয়ার কথা স্বীকার করে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান বলেছেন,"হ্যাঁ, বাফুফে থেকে চিঠি পেয়েছি। আমরা সময়মতো জবাব দেব।"