তুরস্কে হাসপাতালে অগ্নীকান্ডে ৮ করোনা রোগী নিহত
প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১:১৫ পিএম | প্রিন্ট সংস্করণ
তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকা-ে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতলের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয় এবং আহত একজনকে অন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হতাহতদের বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে। অগ্নিকা-ের পর সেখানে চিকিৎসাধীন বাকি ১৪ করোনা রোগীকে স্থানান্তর করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার বেশি করোনা রোগী রয়েছে বলে দাবি করেছে তুরস্ক মেডিক্যাল এসোসিয়েশন। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন। দেশটিতে এখনও দুই লক্ষাধিক করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। টুইটারে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের মূখপাত্র ইব্রাহিম কালিন। সেই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।