আফগানিস্তানে বোমা বিস্ফোরণ; নিহত ১৫ শিশু, 'দুর্ঘটনা' দাবি তালেবানের
প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১:১৫ পিএম | প্রিন্ট সংস্করণ
আফগানিস্তানেরর পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। এ খবর দিয়েছে বিবিসি। গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ বিস্ফোরণের সময় কাছেই একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গিলান জেলায় হওয়া ওই বিস্ফোরণের ঘটনা নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। তবে হামলার জন্য উগ্রবাদী সংগঠন তালেবানকে দায়ি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশের মুখপাত্র আহমেদ খান সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের সংশ্লিষ্টতার কথা জানান। সরকারি কর্মকর্তারা একটি রিকশার পেছনে রাখা বোমা বিস্ফোরিত হয়েই হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করলেও স্থানীয়রা বলছেন, শিশুরা পরিত্যক্ত একটি গোলা ফেরিওয়ালার কাছে বিক্রি করতে গেলে সেটি বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, ওই স্থানেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিলনা। সেখানে একটি কোরান তেলাওয়াতের অনুষ্ঠান চলছিল। ওখান থেকেই বোমাটি একটি রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় বেশ কয়েকজন শিশু ওই রিক্সাটি ঘিরে ছিল। বিস্ফোরণ হওয়ায় ঘটনাস্থলেই আশেপাশে থাকা শিশুদের মৃত্যু হয়। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়বে। তবে ওখানে ১২ শিশুর মৃত্যু হয়েছে দাবি করে একটি বিবৃতি দিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি দাবি করেন, এটি একটি দুর্ঘটনা ছিল। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। দেশটিতে প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়া তালেবানরা শুক্রবারের বিস্ফোরণে ১২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।