যুক্তরাষ্ট্রে মডার্না পেল টিকার চূড়ান্ত অনুমোদন
প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১:১৫ পিএম | প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের ক্ষেত্রে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের (এফডিএ) অনুমোদন পেয়েছে মডার্নার কোভিড-১৯ টিকা। দেশটিতে ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদিত হওয়ার এক সপ্তাহ পর গত শুক্রবার মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত এল। দ্বিতীয় এ টিকাকে অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রে শিগগিরই করোনাভাইরাসের আরও কয়েক লাখ ডোজ প্রতিষেধক বিতরণের পথ সৃষ্টি হল বলে জানিয়েছে বিবিসি। প্রাণঘাতী করোনাভাইরাসে পৌনে দুই কোটি আক্রান্ত ও ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। অনুমোদন পাওয়ায় মডার্নার টিকার প্রয়োগও চলতি সপ্তাহ থেকে শুরু হতে পারে। মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিনকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলার পর বৃহস্পতিবার এফডিএ"র বিশেষজ্ঞরা টিকাটিকে অনুমোদন দিতে সুপারিশ করেছিল। তার ভিত্তিতেই শুক্রবার এফডিএ যুক্তরাষ্ট্রে টিকাটি প্রয়োগে চূড়ান্ত ছাড়পত্র দেয়। যুক্তরাষ্ট্রে মডার্নার কোভিড টিকা অনুমোদনে সুপারিশ বিশেষজ্ঞদের। মডার্নার টিকা সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় (মাইনাস ২ থেকে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস) ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে ৬ মাস। যে কারণে এটি বিতরণ ফাইজারের টিকার তুলনায় বেশি সহজ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মত হয়েছে; এর মধ্যে ৬০ লাখ ডোজ এখনই প্রস্তুত এবং বলা মাত্রই তা সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এফডিএ"র কমিশনার স্টিফের হান বলেছেন, মডার্নার ভ্যাকসিনকে জরুরি অনুমোদন দেওয়ার মাধ্যমে বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হল। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার এফডিএ"র আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগেই টুইটারে মডার্নার টিকাটি অনুমোদিত হয়েছে এবং শিগগিরই টিকাটির প্রয়োগ শুরু হতে যাচ্ছে বলে জানান। সোমবার টিকা নিতে যাওয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,"ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন সামনে উজ্জ্বল দিনের নিশ্চয়তা দিচ্ছে।" কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি বলে সতর্কও করেছেন তিনি।