প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ৯:৫৫ এএম | প্রিন্ট সংস্করণ
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ সিনেমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শাকিব খান। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফরমে এই অভিনেতা ছবি মুক্তি পায়। গেল ১৬ই ডিসেম্বর আই থিয়েটারে মুক্তি দেওযা হয। এরপরেই ছবিটি নিয়ে ওঠে বিতর্কের ঝড়। ছবিটি নিয়ে প্রতারণার অভিযোগ এনেছেন অনেক দর্শক। এবার এর নায়ক শাকিব খানও দাবি করলেন, তার সঙ্গেও প্রতারণা করা হয়েছে। শাকিব বলেন, ‘এটা সরাসরি প্রতারণা। সিনেমা ধ্বংসের ষড়যন্ত্রও বলা যায়। আমি ভাবতে পারিনি মামুন এমন কাজ করবে। দর্শক ৯৯ টাকা ফি দিয়ে অর্ধেক ছবি দেখবে কেন! তা ছাড়া এটাকে মামুন পার্ট-১ বলে দাবি করছে কীভাবে? আমি তো জানি, কোনোভাবেই এটা পার্ট-১ বা পার্ট-২ না। পুরো একটা সিনেমার অর্ধেক সে মুক্তি দিয়েছে। এটা অন্যায়। এখন দর্শক যদি ভোক্তাধিকারে মামলা করে, মামুনের কোনো অজুহাতই কাজে লাগবে না। তাকে জরিমানা দিতে হবে।’ প্রসঙ্গত, ধর্ষণের প্রতিবাদকে ঘিরে নির্মিত ‘নবাব এলএলবি’ দেখতে ‘আই থিয়েটার’ নামক অ্যাপকে ৯৯ টাকা ফি দিতে হয়েছে দর্শককে। কিন্তু সিনেমা দেখতে গিয়ে সেটি মাঝপথেই শেষ হয়ে গেছে। পরিচালকের পক্ষ থেকে এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, এটি তার ‘ব্যাবসায়িক পলিসি’। সিনেমার বাকি অংশ শিগগিরই দেখা যাবে। তবে তার জন্য দর্শককে নতুন করে আবারও টিকিট কাটতে হবে। তবে এর আগে কখনো পরিচালক মামুন এই বিষয়ের আভাস দেননি। এমন কোনো খবর জানাও যায়নি যে ‘নবাব এলএলবি’ দ্বিতীয় কিস্তিতে দেখতে হবে। তাই পুরো সিনেমা দেখতে বসা দর্শক অর্ধেক সিনেমা দেখে বিরক্তি প্রকাশ করেছেন।