প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১০:৩৫ এএম আপডেট: ২০.১২.২০২০ ১২:৪৭ পিএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ বিষয়ে বহির্বিশ্বে নানা রকম যে সব ভ্রান্ত ধারণা রয়েছে, তা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি ও লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, আমাদের এই কর্নারের মাধ্যমে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য সেগুলো আমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে দিবো। এমনভাবে জানান দিতে চাই, আমাদের সম্পর্কে যে বহির্বিশ্বে একটি ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণা হচ্ছে বাংলাদেশ একটি দারিদ্র্য পীড়িত এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটি তলাবিহীন ঝুড়ি, এই অপবাদ আর না, এই প্রচলিত ধারণা থেকে বাংলাদেশকে উন্নত দেশের পরিচয়ে এগিয়ে নিতে যা যা করা দরকার তা আমরা করবো। এরপর আমরা বলতে চাই, আমাদের অগ্রসরমান অর্থনীতি, সম্ভাবনাময় অর্থনীতি এবং এট ইজ এ ল্যান্ড অব অপরচুনিটিজ।
মুজিববর্ষে বিভিন্ন দেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর এজন্য আমাদের মিশনগুলো নিজ নিজ উদ্যোগে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং সফলভাবে সেগুলো সম্পন্ন করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অদ্বিতীয় সত্তা। আমরা সারাবিশ্বে এ দুইটা ইমেজ কাজে লাগাচ্ছি, যাতে বাংলাদেশ যে সম্ভাবনাময় ও সুযোগের দেশ সেটা প্রকাশ পায়। এর ফলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। আর বিনিয়োগ বাড়লে দেশে কর্মসংস্থান হবে। আমরা বিশ্বাস করি, আমাদের দেশে যে যুব সমাজ আছে, তারা এ ব্যাপারে এগিয়ে আসবেন। তারা এক্ষেত্রে অনেক কাজের সুযোগ পাবেন। আর তারা যদি সুযোগ পান, বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না। সে অবস্থায় আমরা পৌঁছে গেছি।