প্রকাশ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ২:১১ এএম আপডেট: ১৯.১২.২০২০ ২:০১ পিএম | প্রিন্ট সংস্করণ
মাদক কা-ে বিপাকে বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর। তারকাদের নিয়ে তার পুরনো পার্টির বিস্তারিত তথ্য জানতে চেয়ে তাকে নোটিশ পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গত পরশু এই নোটিশ করণকে পাঠানো হয়েছে। প্রায় এক বছর পুরনো ওই পার্টির সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর সমস্ত বৈদ্যুতিন প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চাওয়া হয়েছে। শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসার অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ পাঠানো হয়েছে। করণ জোহরের হাউস পার্টির ভাইরাল ভিডিওটি নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছে। পার্টিতে দীপিকা পাড়–কোন, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, ভিকি কৌশল, জোয়া আখতার, শাহিদ কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বহু তারকাই উপস্থিত ছিলেন। প্রথম যখন ভিডিওটি ভাইরাল হয়েছিল। তখনই নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছিল। কিন্তু কালের নিয়মে তা হারিয়ে যায়। তবে তা ভোলেননি শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভাইরাল ভিডিওটির ফরেনসিক রিপোর্ট আসে এনসিবির হাতে। রিপোর্টে নাকি জানানো হয়, করণের পার্টির ভিডিও কোনও কাটাছেঁড়া করা হয়নি। এরপরই টুইটে করণকে একহাত নেন মনজিন্দর সিং সিরসা। তাকে বলিউডের মাদকচক্রের ‘মূল পা-া’ আখ্যা দেন। করণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।