বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ধ্বংসের পথে রূপগঞ্জের জামদানি পল্লী
ফরহাদুল কবির, রূপগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ এএম আপডেট: ১৯.১২.২০২০ ১:২০ পিএম | প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার জামদানির পল্লী এখন ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহলের অপতৎরতায় তাঁত শিল্পের জন্য বিখ্যাত এসব এলাকার জমি বেদখল হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব এলাকার মসলিনের শাড়ির বিকল্প হিসেবে জামদানি শাড়ির ব্যবহার হয়ে আসছে কয়েকশ বছর ধরে। জামদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়েছে। রূপগঞ্জ অঞ্চলের নোয়াপাড়া বিসিক শিল্প নগরীতে নিরীহ তাঁতীদের প্লট নিয়ে অনিয়ম ও দুর্নীতির হিড়িকের খবর পাওয়া গেছে। প্লট বরাদ্ধের নামে এসব দুর্নীতি হচ্ছে। 

নোয়াপাড়া বিসিক শিল্প নগরী অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামদানি পল্লীকে বাঁচিয়ে রাখতে ১৯৯৯ সালে রূপগঞ্জ উপজেলা নোয়াপাড়া এলাকায় মোট ২০ একর জমিতে ৪১৬টি প্লট করে তাঁতীদের পূনর্বাসন করে সরকার। ২০০১ সালে এককালীন ১ লাখ ৭২ হাজার টাকা ও কিস্তিতে নিলে সর্বনিম্ন ৪০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ১০ কিস্তিতে পরিশোধ করতে হবে। প্রকৃত তাঁতীদের কাছে ৪০৭টি প্লট হস্তান্তর করে দেওয়া হয়। ৫ বছরের মাঝে ১০ কিস্তিতে প্লটগুলোর কিস্তি পরিশোধ করতে বলা হয়। বাকি ৯টি প্লট পল্লী বিদ্যুৎ ও পাম্প হাউজের জন্য সংরক্ষিত করে রাখা হয়। প্লট বরাদ্দের পর থেকে প্রকৃত তাঁতীদের সরলতার সুযোগ নিয়ে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও দালালরা প্রভাব দেখিয়ে স্বল্প টাকার বিনিময়ে অবৈধভাবে প্লট ক্রয়-বিক্রয় করছে। এতে করে যাদের সঙ্গে জামদানি শিল্প বা তাঁতের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তারা প্লট ভোগ করছে। সরকারি নিয়ম অনুযায়ী যদি কেউ সরকারের দেওয়া প্লটগুলো বিক্রি অথবা হস্তান্তর করতে চায় তাহলে তাকে অবশ্যই বিসিক শিল্প নগরী অফিসকে জানাতে হবে। প্লট বিক্রির সময় বিসিক কর্তৃপক্ষ দেখবে তিনি যার কাছে প্লট বিক্রি করছেন সে প্রকৃত তাঁতী কিনা। প্রকৃত তাঁতী ছাড়া বিসিকে কেউ প্লট ক্রয় করতে পারবে না বলে জানান বিসিক কর্তৃপক্ষ। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী নেতাকর্মী ও দালালদের সমন্বয়ে কখনো হুমকি ধামকি অথবা সরলতার সুযোগে প্রকৃত তাঁতীদের কাছ থেকে অবৈধভাবে প্লট ক্রয়-বিক্রয় চলছে দেদারছে। বিসিকে প্রকৃত তাঁতীদের জন্য বরাদ্দকৃত ৪০৭টি প্লটের মাঝে ২২১টি প্লটই বিসিক কর্তৃপক্ষকে না জানিয়ে অবৈধভাবে ক্রয় করা হয়েছে। যার সিংহভাগ প্লটেই তাঁতের কোন কার্যক্রম চলে না বলে জানা গেছে। আবার কেউ প্লট কিনে ঘর বানিয়ে ভাড়া দিয় রেখেছে। মোট ২২৬টি প্লটে ভাড়া দিয়ে রাখা হয়েছে যেগুলোতে কোন প্রকার জামদানি বুনন কার্যক্রম চলে না। যাও কয়েকটিতে চলে তাও লোক দেখানো। এসব সমস্যার কারণে প্রকৃত তাঁতীরা জামদানি শিল্প থেকে দূরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামদানি পল্লী ধীরে ধীরে বিলীন হয়ে যাবে।

এ ব্যাপারে নোয়াপাড়া বিসিক শিল্প নগরী কর্মকর্তা শাহজাহান আলী ভোরের পাতাকে বলেন, সর্বশেষ এ বছরের সেপ্টেম্বর মাসের জরিপ অনুযায়ী ৪০৭টির মাঝে ২০১টি প্লট বিসিক কর্তৃপক্ষ না জানিয়ে অবৈধভাবে ক্রয় করা হয়েছে। এছাড়া বেশিরভাগ প্লটের কিস্তি পরিশোধ করা হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]