মধ্যরাতে আবারও কেঁপে উঠলো দিল্লি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ এএম আপডেট: ১৯.১২.২০২০ ১:২০ পিএম | প্রিন্ট সংস্করণ
দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিল্লির। একে শীতকাল তার উপর মহামারি করোনার প্রাদুর্ভাব। এর সাথে ফের ভূমিকম্প আঘাত হানলো ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কম্পনের তীব্রতা বেশি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। অনেকেই ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন রাস্তায়। গত বৃহস্পতিবার মধ্যরাতে আঘাত হানে এই ভূমিকম্প। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় দিনগত রাত ১১টা ৪৬ মিনিটে অনুভূত হয় এই কম্পন। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানার গুরুগ্রামের ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাজস্থানের আলওয়ারে। ভূপৃষ্ঠের ৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প নির্ণায়ক সংস্থা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লি ছাড়াও ভূকম্পন অনুভূত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামে। তবে মাঝারি মাত্রার এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দিল্লিতে বেশ কয়েক বার ভূমিকম্প আঘাত হেনেছে। মাঝারি মাত্রার হওয়ায় এসব ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিশ্লেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে ভারতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। তারই পূর্বাভাস এই ছোট ছোট ভূমিকম্প। সর্বশেষ গত ২৫ নভেম্বর ভূমিকম্প আঘাত হেনেছিল ভারতে।