থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ এএম আপডেট: ১৯.১২.২০২০ ১:২২ পিএম | প্রিন্ট সংস্করণ
থাইল্যান্ড ও আলজেরিয়ায় এই রাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোহাম্মদ আবদুল হাইকে থাইল্যান্ডে এবং মোহাম্মদ জুলকারনাইনকে আলজেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আবদুল হাই আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকও (প্রশাসন) কর্মরত ছিলেন আবদুল হাই। আর লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জুলকারনাইন। তিনি ওয়াশিংটন ডিসি, সিউল এবং বার্মিংহামে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এবার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর কুষ্টিয়ায়