প্রকাশ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ২:৩০ এএম | অনলাইন সংস্করণ
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া। এর আগে দেশটিতে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল যা ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবিলায় আবারো তা ১১ দিনের জন্য বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় তৃতীয় ঢেউয়ে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের বিধিনিষেধ আবারো বাড়ানো হয়েছে। এই সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়ালালামপুর, সেলাঙ্গর ও সাবাহ কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সিএমসিও বহাল থাকবে। পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলো ও আগের মতো বহাল থাকবে।
তবে সেলাঙ্গর প্রদেশের সাবাক বার্নাম, হুলু সেলাঙ্গর ও কুয়ালা সেলাঙ্গর জেলা ব্যাতিত বাকি সব জেলায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমসিও বহাল থাকবে।