শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
৬১ পৌরসভায় নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন:
রংপুর বিভাগ (৭টি পৌরসভা)
দিনাজপুর (সদর) রাশেদ পারভেজ; বিরামপুর মো. আক্কাস আলী; বীরগঞ্জ মো. নুর ইসলাম; নীলফামারীর সৈয়দপুর রাফিকা আকতার জাহান; কুড়িগ্রামের নাগেশ্বরী মো. ফরহাদ হোসেন ধলু; গাইবান্ধার সুন্দরগঞ্জ মো. আব্দুল্লা আল মামুন; গাইবান্ধা (সদর) শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর।
রাজশাহী বিভাগ (২০টি পৌরসভা)
বগুড়ার শেরপুর মো. আব্দুস সাত্তার; সারিয়াকান্দি মো. আলমগীর শাহী; সান্তাহার মো. আশরাফুল ইসলাম (মন্টু); নওগাঁর পত্নীতলার নজিপুর মো. রেজাউল কবির চৌধুরী; রাজশাহীর গোদাঘাটের কাকনহাট এ,কে, এম আতাউর রহমান খান; বাগমারার ভবানীগঞ্জ মো. আ. মালেক; বাঘার আড়ানী মো. শহীদুজ্জামান; নাটোরের নলডাঙ্গা মো. মনিরুজ্জামান মনির; লালপুরের গোপালপুর কাজী আসিয়া জয়নুল; গুরুদাসপুর মো. শাহনেওয়াজ আলী; সিরাজগঞ্জ (সদর) সৈয়দ আব্দুর রউফ মুক্তা; উল্লাপাড়া এস. এম. নজরুল ইসলাম; বেলকুচি বেগম আশানুর বিশ্বাস; রায়গঞ্জ মো. আব্দুল্লাহ আল পাঠান; কাজিপুর মো. আব্দুল হাননান তালুকদার; পাবনার ঈশ্বরদী মো. ইছাহক আলি মালিথা; পাবনার ফরিদপুর খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ); সাঁথিয়া মো. মাহবুবুল আলম; ভাঙ্গুড়া মো. গোলাম হাসনাইন; সুজানগর মো. রেজাউল করিম।
খুলনা বিভাগ (৮টি পৌরসভা)
মেহেরপুরের গাংনী আহম্মেদ আলী; কুষ্টিয়া (সদর) আনোয়ার আলী; কুমারখালী মো. সামছুজ্জামান অরুন; ভেড়ামারা মো. শামিমুল ইসলাম ছানা; মিরপুর মোহা. এনামুল হক; ঝিনাইদহের শৈলকূপা কাজী আশরাফুল আজম; বাগেরহাটের মোংলাপোর্ট শেখ আব্দুর রহমান; মাগুরা (সদর) মো. খুরশীদ হায়দার টুটুল।
বরিশাল বিভাগ (১টি পৌরসভা)
পিরোজপুর (সদর) মো. হাবিবুর রহমান মালেক।
ঢাকা বিভাগ (৮টি পৌরসভা)
টাঙ্গাইলের ধনবাড়ী খন্দকার মনজুরুল ইসলাম (তপন); কিশোরগঞ্জ (সদর) মো. পারভেজ মিয়া; কুলিয়ারচর সৈয়দ হাসান সারওয়ার মহসিন; ঢাকার সাভার হাজী মো. আবদুল গনি; নরসিংদীর মনোহরদী মোহাম্মদ আমিনুর রশিদ; নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব হাছিনা গাজী; ফরিদপুরের বোয়ালমারী মো. সেলিম রেজা; শরীয়তপুর (সদর) পারভেজ রহমান।
ময়মনসিংহ বিভাগ (৪টি পৌরসভা)
ময়মনসিংহের মুক্তাগাছা মো. বিল্লাল হোসেন সরকার; ফুলবাড়ীয়া মো. গোলাম কিবরিয়া; নেত্রকোনার মোহনগঞ্জ লতিফুর রহমান রতন; কেন্দুয়া মো. আসাদুল হক ভূঞা।
সিলেট বিভাগ (৭টি পৌরসভা)
সুনামগঞ্জ (সদর) নাদের বখত; ছাতক মো. আবুল কালাম চৌধুরী; জগন্নাথপুর মো. মিজানুর রশীদ ভুঁইয়া; মৌলভীবাজারের কমলগঞ্জ মো. জুয়েল আহমেদ; কুলাউড়া সিপার উদ্দিন আহমদ; হবিগঞ্জের মাধবপুর শ্রীধাম দাশ গুপ্ত; নবীগঞ্জ গোলাম রসুল রাহেল চৌধুরী।
চট্টগ্রাম বিভাগ (৬টি পৌরসভা)
কুমিল্লার চান্দিনা মো. শওকত হোসেন ভুঁইয়া; ফেনীর দাগনভুঁইয়া ওমর ফারুক খাঁন; নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট আবদুল কাদের; চট্টগ্রামের সন্দ্বীপ মোক্তাদের মাওলা সেলিম; খাগড়াছড়ি (সদর) নির্মলেন্দু চৌধুরী; বান্দরবানের লামা মো. জহিরুল ইসলাম।