রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উন্নয়নের 'ফিনিক্স পাখি' আমাদের শেখ হাসিনা: ড. মো. আফজাল হোসেন
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১০:০২ পিএম | অনলাইন সংস্করণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করেছেন, এ স্বাধীনতার পথ তৈরি করার জন্য তিনি তার জীবনের মহামূল্যবান সময়গুলো কারাগারের অন্ধকার কারাগারে কাটিয়েছেন কিন্তু এদেশকে মুক্ত করে গেছেন। শেখ হাসিনাও তেমনি সারা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করেও এদেশের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা এবং এদেশের সার্বিক উন্নয়নের জন্য নিজের জীবনকে বাজি রাখা। তার এ সফলতার যে কারণগুলোকে মোটাদাগে চিহ্নিত করা যায় সেগুলো হচ্ছে বাংলাদেশের সফলতা ও উন্নয়নের জন্য লক্ষ্য নির্ধারণ করা, সকল বাধা-বিপত্তিকে এড়িয়ে সেই লক্ষ্যে পোঁছানো। সর্বাঙ্গে বলা যায়, শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্রও উন্নয়নের প্রতীক।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৯২তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। শুক্রবার (১৮ ডিসেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ইতালি মিলান লোম্বারদিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ‌মো: তোফায়েল আহমেদ খাঁন (তপু)। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

ড. মো. আফজাল হোসেন বলেন, ধন্যবাদ সঞ্চালক নাসির উদ্দিন আহমেদকে আজকে এমন একটি সুন্দর সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বিজয়ের এই মাসে কৃতজ্ঞচিত্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। সেই সাথে ৫২ এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, সেই সাথে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের যারা শহীদ হয়েছিলেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে শেখ হাসিনা শুধু বাংলার গৌরব নয়, সমগ্র বিশ্বের গৌরবে পরিণীত হয়েছে। তাকে নানান দেশে নানান খেতাবে ভূষিত করা হয়েছে। আমি বলি তিনি হলো ফিনিক্স পাখি। উড়িয়ে যাওয়া ছাই হতে উড়ন্ত পাখি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে আগে আমাদের কিছুই ছিলো না। যেটুকু ইন্সট্রাক্টার ও রাস্তাঘাট ছিলো সেগুলো সব ধ্বংস অবস্থায় ছিল। কিন্তু যেটুকু অবস্থায় ছিল সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের আমলে তা আরও স্বয়ংসম্পূর্ণ করে গিয়েছিলেন। কিন্তু তার শাসনামলের পথি মধ্যে ১৯৭১ সালের পরাজিত শক্তি, সেই পাকিস্তানের প্রেতাত্মারা আমার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন। আজকে তার রয়ে যাওয়া দুই কন্যার মধ্যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্ন গুলো একটু একটু করে পূর্ণ করে যাচ্ছেন। এবং এই ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক অগ্রসর হয়েছে। আমরা যদি দেশের সকল অর্থনৈতিক সূচক, মানবিক সূচক, সামাজিক সূচক, শিক্ষা সূচক, ইন্ডাস্ট্রিয়ালের সূচক, কৃষিস্বয়ংসম্পূর্ণার দিকে তাকাই তাহলে সকল ক্ষেত্রেই শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বের সুফলতা দেখতে পাবো। আজ দেশের সর্বশেষ ও সর্ববৃহৎ বিজয় হচ্ছে পদ্মা বিজয়। এই পদ্মা সেতু নিয়ে ঘটেছে নানা ঘটনা। দেশি-বিদেশি বহু ষড়যন্ত্রও হয়েছে। হয়েছে রাজনৈতিক নোংরা খেলা আর নোংরা বক্তব্য। সকল সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বভাবসুলভ দৃঢ়তা দিয়ে সেদিন এমন এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে বসলেন, যা শুনে বাংলার মানুষ আশ্চর্য হয়ে গেল। তিনি পরিষ্কার ঘোষণা দিলেন, ‘পদ্মা সেতু নিজেদের অর্থায়নেই হবে।’ এবং আজ তাই হয়েছে। যে জাতি বিশাল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিল সেই জাতির পদ্মা সেতুর বাস্তবায়ন নতুন বিজয়। আমরা যতটুকু স্বপ্ন দেখেছিলাম তার থেকে বেশি আজ আমরা পেয়ে গিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]