প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৯:১৮ পিএম | অনলাইন সংস্করণ
তেলবাহী লরির ধাক্কায় নরসিংদীর পাঁচদোনায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত অটোরিকশার আরও দুই যাত্রী।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচদোনা মোড়ের ঝংকার সিনেমা হল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয় নন্দী (৩৫) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার বাবুল নন্দীর ছেলে। তিনি কিছুদিন আগে রাজধানী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।
এ ঘটনায় আহত দুই ব্যক্তি হলেন, অটোরিকশা চালক পাঁচদোনার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের সুমন (২৫) এবং পলাশের ঘোড়াশালের ফণী ভূষণ দাসের ছেলে দয়াল কুমার দাস (৫৬)।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি পাঁচদোনা মোড়ের দিকে আসছিল। গন্তব্যের খুব কাছেই ঝংকার সিনেমা হলের কাছাকাছি আসার পর ওই অটোরিকশাকে টঙ্গীগামী তেলবাহী একটি লরি চাপা দেয়। এ সময় ওই অটোরিকশায় চালকসহ তিনজন ছিলেন। স্থানীয় লোকজন তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই সঞ্জয় নন্দীর মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ জানান, তিনজনের মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অপর দুই আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মাধবদী থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে তেলবাহী ওই লরিটি পালিয়ে গেছে। হতাহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।