মোহাম্মদ আব্দুল হাই-কে থাইল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত।
শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জনানো হয়েছে।
পেশাদার কূটনীতিক আব্দুল হাই বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন।
জনাব আব্দুল হাই কূটনৈতিক পেশাজীবনে মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান দায়িত্বের আগে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। এর আগে তিনি ঢাকার সদরদপ্তরে মহাপরিচালক (প্রশাসন)-সহ নানা পদে কাজ করেছেন।