প্রকাশ হলো বার কাউন্সিল লিখিত পরীক্ষার আসন বিন্যাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৪:২৫ পিএম আপডেট: ১৮.১২.২০২০ ৫:১২ পিএম | প্রিন্ট সংস্করণ
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রকাশিত হলো আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার আসন বিন্যাস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল ৯টায়। রাজধানীর নয়টি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। এ বছর লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবীদের সনদ পেতে উত্তীর্ণ হতে হয় নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায়। এই তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলেও পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। কিন্তু দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের আবার শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়। সে অনুযায়ী ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থী মোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশী অংশগ্রহণ করবেন এবারের লিখিত পরীক্ষায়।