প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৫:০৭ পিএম | অনলাইন সংস্করণ
হঠাৎ আবহাওয়ায় এসেছে বিরাট পরিবর্তন । মাত্র পৌষ শুরু আর তাতেই আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন। হুট করেই দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। উত্তর জনপদের কোথাও কোথাও পারদ ৯ ও ১০ ডিগ্রির মাঝামাঝি ঘোরাফেরা করছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মাঝরাত থেকেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালেও শীতের প্রকোপ ছিল হাড় কাঁপানো। হিমালয় থেকে আসা উত্তর-পশ্চিমের কনকনে হিমেল হাওয়ায় সূঁচের মতো শীতের কামড় অনেক জায়গায় তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে।
তবে আবহাওয়া অফিসের তথ্যমতে, দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ রেকর্ড করা হয়েছে সর্ব-উত্তরের জনপদ পঞ্চগড় জেলার বোদায় ৯ ডিগ্রি সেলসিয়াস। এমনকি তেঁতুলিয়ায়ও একই তাপমাত্রা ছিল।
আবহাওয়া বিভাগ জানায়, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ‘হঠাৎ’ শুরু হলেও তা স্বাভাবিক।
গত রাত থেকে আজ সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ও শৈত্যপ্রবাহের পর্যায়ে পারদ ছিল নীলফামারী জেলার ডিমলায় ৯.৫, সৈয়দপুর ও কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১০, দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১০.৪, টাঙ্গাইলে ১০.৬, রংপুরে ১০.৯, রাজশাহী ও ময়মনসিংহে ১১ ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ জেলায় তাপমাত্রা ১৩/১৪ ডিগ্রিরও নিচে নেমে আসে। পারদ আগের দিনের চেয়ে স্থানভেদে এক থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১, চট্টগ্রামে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।