নারায়ণগঞ্জে আবারও সেপটিক ট্যাংক বিস্ফোরণ, নিহত ২
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১০:১২ এএম আপডেট: ১৮.১২.২০২০ ৫:১৬ পিএম | প্রিন্ট সংস্করণ
আবারও নারায়ণগঞ্জে একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। এতে শিশুসহ নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জিসান (৯) ও রাজ্জাক (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, রামারবাগের মৃত হাসান খানের মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলার সেপটিক ট্যাংক্যটি বিস্ফোরণ হয়। এতে আহত হন চারজন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ নেওয়া হয় সদর হাসপাতালে। কিন্তু পথিমধ্যে শিশু জিসান মারা যায় পথেই এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। তারা আরো জানান, ‘আকস্মিক সেপটিক ট্যাংক বিস্ফোরণে ঘটনাস্থলের পাশের রাস্তায় খেলাধূলারত জিসান ও ওই বাড়ির ভেতরেই মৃত্যু হয় রাজ্জাকের। ঘটনার অন্য প্রত্যক্ষ সাক্ষী আখি আক্তার জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে সেপটিক ট্যাংকে গ্যাস জমায়। ওই রুমে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন চারজন পুরুষ। তারা বিজয় দিবসের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ায় রুম খালিই ছিল। নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসেন চারজন। তাদের মধ্যে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। অপর শিশুর অবস্থা বিবেচনা করে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেলে। এছাড়া আরেক নারীকে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় বাসায়। ফতুল্লা মডেল থানার ওসি জানান, ঘটনার ওয়াকিবহাল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ৮ মে নারায়ণগঞ্জেই বন্দরের একটি পাঁচতলা বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।