প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১০:১২ এএম আপডেট: ১৮.১২.২০২০ ৫:১৬ পিএম | প্রিন্ট সংস্করণ
জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রূপার হিসাবের বিবরণী জানতে সরকারি-বেসরকারি ৫৬ ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে রূপার চলতি, সঞ্চয়ী, ডেবিট ও ক্রেডিট কার্ড, এফডিআরসহ যাবতীয় হিসাবের নথিপত্র চাওয়া হয়েছে।
এছাড়া ডিএজি রূপাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি নিয়ে আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির হতে বলেছে কমিশন। এর আগে একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর রূপাকে তলব করেছিল দুদক। কিন্তু এই জিজ্ঞাসাবাদের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন তিনি। পরে শুনানি শেষে গত ৩ ডিসেম্বর রিট আবেদনটি খারিজ করে দেয় হাইকোর্ট। রূপা করোনাভাইরাসে আক্রান্ত থাকায় দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাকে ২৭ জানুয়ারি পর্যন্ত সময় দেয় আদালত।
গত ২৮ অক্টোবর নোটিস পাঠিয়ে অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ডিএজি রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলেছিলেন। সেখানে বলা হয়, রাষ্ট্রের এই আইন কর্মকর্তা ‘বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সাথে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন’ বলে অভিযোগ রয়েছে দুদকের কাছে।