প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৪:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে । মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে শীর্ষে ছিল চট্টগ্রাম। তবে প্রথম কোয়ালিফায়ারে দলটিকে ৪৭ রানে হারিয়ে সোজা ফাইনালে ওঠে খুলনা। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয় চট্টগ্রাম।
গ্রুপ পর্বে আট ম্যাচের ৭টিতেই জিতেছিল চট্টগ্রাম। এমনকি কোয়ালিফায়ারে হারলেও গ্রুপ পর্বে দুবার খুলনালে হারিয়েছিল মোহাম্মদ মিঠুনের দল। ফলে ফাইনাল ম্যাচে কেউই পরিষ্কার ফেবারিট নয়।
অবশ্য সাকিব আল হাসান না থাকায় খুলনার শক্তি অনেকটাই কমে গেছে। তবে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, পাশে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এই দুজনের অভিজ্ঞতা ফাইনালে বড় ভূমিকা পালন করবে।
অন্যদিকে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও চট্টগ্রামের মূল শক্তি তারুণ্য। দল হিসেবে দারুণ পারফরম্যান্সের মাধ্যমেই এতদূর এসেছে তারা। এছাড়া টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারী দুজনই চট্টগ্রামের। ফাইনালেও এ দুজন অর্থাৎ লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের দিকে তাকিয়ে থাকবে দলটি।