প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৩:২৫ পিএম | অনলাইন সংস্করণ
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে সপ্তাহখানেক আগে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করার পর ৩৪৪ জন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম।
বৃহস্পতিবার অপহৃত শিক্ষার্থীদের ছেড়ে দেয় তারা। খবর আল জাজিরা। তবে অপহৃত সকল শিক্ষার্থীকে এখনও পাওয়া নি।
প্রদেশটির গভর্নর আমিনু বেল্লো মাসারি জানিয়েছেন, অধিকাংশ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে সবাইকে এখনও পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনটিএকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবশেষে শিক্ষার্থীরা মুক্তি পেয়েছেন। নিরাপত্তা সংস্থার কাছে ৩৪৪ জন আছেন। শ্রীঘই তাদের ক্যাটসিনায় ফিরিয়ে আনা হবে।
তিনি আরও জানান, পরিবারের সঙ্গে মিলিত হওয়ার আগে উদ্ধার হওয়াদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হবে।
এদিকে বৃহস্পতিবার বোকো হারামের প্রকাশ করা একটি ভিডিও বার্তায় অপহৃত এক শিক্ষার্থীকে বলতে শোনা গেছে, ৫২০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।