প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৮:১২ পিএম আপডেট: ১৭.১২.২০২০ ৮:২০ পিএম | অনলাইন সংস্করণ
খুলনার সেন্ট জোসেফ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ওয়েবসাইট চালু হয়েছে। ‘জোসেফিয়ান ডট কম’ নামে ওয়েবসাইটে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ, সাহিত্য, লাইফ স্টাইল, মুক্তমত নিয়েও কাজ করছে। জুম সভায় গত বুধবার বিজয় দিবসে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ওয়েবসাইটটি। স্কুলের ১৯৮৭ ব্যাচ শিক্ষার্থী অমিতাভ সাহা কল্লোলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন জোসেফিয়ানরা এতে অংশ নেন।
জোসেফিয়ানরা জানান, ১৯৫০ ব্যাচের আব্দুর রাজ্জাক ও ২০২০ ব্যাচের আহসান হাবিব যৌথভাবে ওয়েবসাইটের উদ্বোধন করেন। ওয়েব সাইটটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জোসেফিয়ানদের এক পরিবারভুক্ত করার লক্ষ্যে কাজ করবে।
সভায় খুলনা থেকে বক্তব্য রাখেন রেক্টর ফাদার মার্টিন মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিত মণ্ডল, শারাফাত আলী দুলু ও শেখ রেজানুল হক মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান ডিকেন, মামুনুর হাসান, নুরুল ইসলাম লাবলু, কুদরাত-ই-খুদা বাপ্পি, রিপন তারফদার নিয়াম প্রমুখ।