প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৮:১০ পিএম | অনলাইন সংস্করণ
টেকনাফ বাহারছড়া বহুল আলোচিত শামলাপুর পুলিশিং চেকপোস্টে সিসিটিভি স্থাপন করেছেনকক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান।
সুত্র জানায়, বুধবার(১৬ ডিসেম্বর) শামলাপুর মেরিনড্রাইভ পুলিশিং চেকপোস্টে ক্লোজ সার্কেটের চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে চেকপোস্টের সৌন্দর্য বৃদ্ধি এবং ডিউটি পুলিশের ধুলাবালিসহ শীত থেকে নিবারণ পেতে চেকপোস্টের চৌকিতে গ্লাসের মাধ্যমে ডেকোরেট করা হয় এবং দীর্ঘক্ষণ দাড়িয়ে না থেকে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও করা হয়েছে।অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মূলত ব্যস্তময় মেরিনড্রাইভকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ এসপি'র বরাতে জানান“রোহিঙ্গা শিবিরে অধ্যুষিত এলাকা ও মাদক চোরাচালানের প্রধান সড়ক মেরিনড্রাইভ সিসিটিভির আওতায় নিয়ে আসায় চুরি, ছিনতাইয়ের ঘটনা অনেক কমে আসবে। মাদক ব্যবসায়ীরা কৌশলে পাচারের চেষ্টা করলেও তা সিসিটিভিতে ধরা পড়বে।এর ফলে অপরাধীরা আতঙ্কে থাকবে এবং নাগরিকরা দিনে কিংবা রাতের যে কোনো সময়ে নিরাপদে মেরিনড্রাইভে চলাফেরা করতে পারবেন।এছাড়া পুলিশের নিজেদের নিরাপত্তার কাজেও এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে"।