প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১:১৪ পিএম | প্রিন্ট সংস্করণ
লিগ পর্বেও খেলায় গাজী গ্রুপ চট্টগ্রাম অনেক চমক দেখিয়েছে। পয়েন্ট তালিকায় ছিল সবার উপরে। তবে ছন্দপতন ঘটে প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে ধরাশায়ী হয়ে । তবে বেক্সিমকো ঢাকার বিপক্ষে সহজ জয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠে তারা। দলে বড় কোনো তারকা না থাকলেও পরীক্ষিত পারফর্মারদের দুর্দান্ত ও ধারাবাহিক পারফরম্যান্সেতারা নতুন কীর্তি গড়ে। লিটন দাস, সৌম্য সরকাররা প্রায় প্রতি ম্যাচেই ভালো করছেন। শুরুর দিকে ফর্মহীনতার বিরুদ্ধে লড়লেও এখন ছন্দ খুঁজে পেয়েছেন অধিনায়ক মিঠুনও। বোলাররা প্রায় প্রতিটি ম্যাচেই দলকে এনে দিচ্ছেন জয়ের রসদ।
মিঠুন মনে করেন, যোগ্য দল হিসেবেই তার দল উঠেছে ফাইনালে। বোলারদের প্রশংসা করে ফাইনাল নিশ্চিত করার পর তিনি বলেন, ‘আগেই বলেছি- এই টুর্নামেন্টে আমাদের বোলাররা যেভাবে বোলিং করছে তা দুর্দান্ত। শুধু একটি ম্যাচে তারা ভালো করতে পারেনি, এছাড়া বাকি সব ম্যাচেই ভালো করছে। আজ(গত মঙ্গলবার) বোলাররা ঠিক এলাকায় বল করেছে। পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি মনে করি- আমরা ফাইনালের যোগ্য দল।’১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। হাই ভোল্টেজ সেই ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা। লিগ পর্বে খুলনাকে দুইবার হারালেও প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে ধরাশায়ী হয় চট্টগ্রাম। মিঠুন তাই বড় ম্যাচের চাপ মাথায় নিতে নারাজ। সাধারণ একটি ম্যাচ হিসেবেই খেলতে চান ফাইনালে।
‘তেমন কিছু করতে হবে না। ম্যাচটি নিয়ে খুব বেশি ভাবছি না। সাধারণ একটি ম্যাচ হিসেবেই খেলব,’বললেন মিঠুন।