সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিজয় দিবসে টাইগারদের আবেগঘন স্ট্যাটাস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১:১৪ পিএম | প্রিন্ট সংস্করণ

কিছু দিন আসে যা জাতিকে ভাসিয়ে  দেয় এক অনাবিল আনন্দে আর সীমাহীন উচ্ছাসে। ভাললাগা আর ভালবাসা এক মোহনায় মিশে তৈরি করে নতুন আবেগ।গতকাল ছিল  জাতির তেমনি একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি হাজার বছরের পরাধীনতার  শৃঙ্খল ভেঙ্গে স্বাধীন জাতি হিসাবে নিজেদেরকে তুলে ধরেছিল বিশ^ পরিমন্ডলে। গতকাল ছিল সেই দিন। এই দিনের বাধনহারা উচ্ছাসে মেতেছিল বাঙালিরা। যার থেকে বা;দ পড়েনি এদেশের ক্রীড়াবিদেরা। তারাও দিনটি উদযাপন করেছেন মনের মাধুরি মিশিয়ে। নান্দনিকতার ছোঁয়ায় যা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। যদিও এবার করোনার থাবা  তার প্রকাশে অনেকটাই ব্যাঘাত ঘটায়। তারপরেও মনের জোওে আর ভালবাসার টানে টাইগারেররা সমাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন। সেই ওয়ালে শোভা পায় বিভিন্ন স্ট্যাটাস।তারই কয়েকটি এখানে তুলে ধরা হলো।
মাশরাফি বিন  মুর্তজা : বাংলাদেশের সফল অধিনায়ক। চলতি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে যার বিধ্বংসী বোলিং জেমকন খুলনাকে ফাইনালে তুলেছে। কোয়ালিফায়ার ম্যাচে ৫ উইকেট নিয়ে এখন গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ফাইনালের প্রস্তুত। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গুরুত্বপূর্ণ দিনে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক অধিনায়ক দেশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন ফেসবুক পোস্টে। মাশরাফি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না, আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকাতলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি। ৭১-এর সাহসী সব শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।’পোস্টের পরের অংশে ‘যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা’ দেশাত্মবোধক গানের লাইন লিখে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি।

সাকিব আল হাসান :আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোস্টারবয় এই অলরাউন্ডার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘১৬-ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
মুশফিকুর রহিম : দেশের হয়ে প্রতিনিধিত্ব করা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। নিজের সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবু আজও যখন এক একটি রান নেন, গর্ব অনুভব করেন সেই প্রথম দিনের মতোই। কারণ তিনি গর্বিত বাংলাদেশি, ‘মাঠে আমরা জয় পাই। উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না যদি না এই দিনটা আসতো। ১৬ ডিসেম্বর, ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেওয়ার সময় গর্ববোধ করি কারণ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা ওড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশি। মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সব মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।’
মাহমুদউল্লাহ রিয়াদ : মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে এসেছে এই বিজয়, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন মাহমুদউল্লাহ, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
পেসার তাসকিন আহমেদ : ‘যারা এই দিনটিকে সম্ভব করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। বিজয় দিবসের শুভেচ্ছা।’ বিজয় দিবসে টাইগারদের শুভেচ্ছা
কথার মালা গেথে আরও যারা যোগ দিলেন। 

ইমরুল কায়েস : লিখেন, ‘জীবন দিয়ে যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়। যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে ততদিন এই দিনটির গুরুত্ব ও সম্মান অক্ষুণœ থাকবে।’
সাব্বির রহমান :মহান স্বাধূীনতা সংগ্রামে  স্যালুট দিয়ে জানিয়েছেন সাব্বির রহমান। তিনি বলেন,‘আজ ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। হে আমার জন্মভূমি তোমার তরে সহস্র শ্রদ্ধা। সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]