সাইফ আলি খানের বিরুদ্ধে মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:৫৫ পিএম | প্রিন্ট সংস্করণ
বিতর্ক যেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের পিছু ছাড়ছে না। একের পর এক বিতকে জড়াচ্ছেন তিনি। সম্প্রতি ‘আদিপুরুষে’ তার চরিত্র নিয়ে মন্তব্য করে আবারো বিতর্কের জালে পড়লেন তিনি। বিতর্কের শুরুটা রাবন নিয়ে। অবশেষে মামলায়ও পড়ছেন এই অভিনেতা। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সাইফ আলি খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাবণ ‘দয়ালু’ ছিলেন। উত্তরপ্রদেশের এক আইনজীবী সাইফ আলি খানের বিরুদ্ধে দায়ের করলেন মামলা। সাইফের পাশাপাশি আদিপুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও দায়ের করা হয় মামলা। আদিপুরুষে নিজের চরিত্র নিয়ে সইফ আলি খান যখন মন্তব্য করেন, তা নিয়ে শুরু হয়ে যায় জোর বিতর্ক। এরপরই একটি সাক্ষাতকারে হাজির হয়ে ক্ষমা চেয়ে নেন সাইফ আলি খান। তিনি বলেন, কারও কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য নয়। তার বক্তব্যের জন্য যদি কারও মনক্ষুন্ন হয়, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কাউকে তিনি আঘাত করতে চাননি। রাম সব সময়ই তার জীবনের একজন আদর্শ মানুষ। ভালোর সঙ্গে খারাপের সংঘাতের ছবিই তুলে ধরা হবে আদিপুরুষে। ছবির গোটা টিম একযোগে কাজ করে চলেছে। ফলে তিনি কারও কোনও মনোভাব বা চিন্তাধারায় আঘাত করতে চাননি বলে ক্ষমা চেয়ে নেন। আদিপুরুষ নিয়ে সাইফ ক্ষমা চেয়ে নেওয়ার পরও বিতর্ক থামছে না। যার জেরেই এবার ছোটে নবাবের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। প্রসঙ্গ, আদিপুরুষে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস।