প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:৫৫ পিএম | প্রিন্ট সংস্করণ
প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেল বাংলাদেশের সিনেমা। শাকিব-মাহির ‘নবাব এলএলবি’ দিয়ে এর যাত্রা শুরু হলো। শুরু থেকে বিভিন্ন কারণে এই ছবিটি আলোচনায়। এরমধ্যে একটি হলো দীর্ঘদিন পর এই ছবির মধ্য দিয়ে শাকিব-মাহি জুটিবদ্ধ হয়েছেন। এছাড়া প্রথমবারের মতো শাকিবের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ার প্রমুখ। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। গতকাল রাত আটটায় আই থিয়েটারে এটি মুক্তি পায়। শাকিব খান বলেন, অ্যাপ প্রতিষ্ঠান আই থিয়েটার নতুন মাত্রা যোগ করছে বিনোদনে। প্রথমবারের মতো অ্যাপে আমার ছবি মুক্তি পেল। সিনেমা হলের পাশাপাশি সারা বিশ্বে এখন অ্যাপে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের দেশেও অ্যাপ জনপ্রিয় হয়ে ওঠবে। এছাড়া নবাব এলএলবি গল্প প্রধান ছবি। বর্তমানে যখন খুব ভয়ংকরভাবে নারী নির্যাতন আর ধর্ষণ বেড়েছে তখন এই ছবিটা মুক্তি পাচ্ছে। নারীর প্রতি অসম্মানের প্রতিবাদেই এই ছবিতে অভিনয় করেছি। আমাদের সমাজে অনেক মেয়ে অত্যাচারিত হওয়ার পরও ভয়ে মুখফুটে নির্যাতনের কথা বলতে পারেন না। আশা করি, এই ছবিটি সেইসব নারীদের সাহস যোগাবে। মাহি বলেন, অনেক দিন পর আমাদের জুটিকে দর্শক দেখবে। দারুন একটি গল্পের ছবি এটি। আমি বেশ আশাবাদী। যদিও সিনেমাটি হলে মুক্তি পাচ্ছে না। তবে অ্যাপসে দর্শকদের অন্য রকম আনন্দ দেবে এই ছবিটি।