প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ এএম আপডেট: ১৭.১২.২০২০ ১২:৪৮ পিএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আর এই সৈকতের বালিয়াড়িতে পরম মমতায় গড়া বালুভাস্কর্যে অঙুলি উঁচিয়ে ৭ মার্চের ভাষণ দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মন কেড়ে নেওয়া এ ভাস্কর্যের নিচে লেখা রয়েছে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ভাস্কর্যটি তৈরি করেছে ঢাকা বিশ্বদ্যিালয়ের চারুকলা বিভাগের একদল শিক্ষার্থী। গতকাল বুধবার বিজয় দিবসের দিনে বালিয়াড়ির বুকে অভূতপূর্ব বালু ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। জাতির পিতার এই ভাস্কর্য দেখতে হাজারো মানুষের ভিড় জমে উঠে সৈকত প্রাঙ্গণে। এবারই প্রথম কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে এ রকম ভাস্কর্য বানানোর উদ্যোগ নেওয়া হয়। এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বালু দিয়ে। এটি বিশে^র অন্যতম একটি বালু নির্মিত ভাস্কর্য বলে আয়োজকদের দাবি। বালু ভাস্কর্যটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর তা ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সকালে ভাস্কর্য উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, নুরুল আবছার, জেলা আ.লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, অ্যাডভোকেট তাপস রক্ষিত, অ্যাডভোকেট রনজিত দাশ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মেদ বাহাদুর, ব্র্যান্ডিং কক্সবাজারের সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় ও ভাস্কর্য নির্মাণকারী টিম লিডার কামরুল ইসলাম শিপনসহ সৈকতে আসা দর্শনার্থীরা। ১০ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি এই পর্যন্ত বাংলাদেশে নির্মিত সবচেয়ে বৃহৎ বালুর ভাস্কর্য বলে জানিয়েছেন ভাস্কর কামরুল ইসলাম। একটি বঙ্গবন্ধুর ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য। অপরটি রিলিফ ভাস্কর্য। আয়োজকরা জানিয়েছে, ধর্মান্ধ গোষ্ঠী কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভেঙেছে। তারই প্রতিবাদে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য তৈরি ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।