প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ এএম আপডেট: ১৭.১২.২০২০ ১২:৪৯ পিএম | প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ‘সংগ্রাম অব্যাহত রাখার’ শপথ নিয়েছে বিএনপি। বিজয় দিবসে গতকাল বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম’ অব্যাহত রাখাই হবে তাদের এবারের শপথ। তিনি বলেন, ‘আমরা স্বাধীনতাভাবে মত প্রকাশ করতে পারি নেই, মৌলিক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। তাই আজ বিজয় দিবসে স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ করছি গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সংগ্রাম চলছে চলবে।’
এরআগে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে গতকাল ভোরে সকাল ৯টার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা। এরপরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, অবশ্যই এদেশের মানুষের যোগ্য অধিকার ফিরিয়ে দিতে আমরা সংগ্রাম চালিয়ে যাবো। আর এই সংগ্রাম- আন্দোলনে আমরা সফল হবো ইনশাআল্লাহ।
এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নে বিএনপি মহাসচিব জানিয়েছেন, ‘এই সংগ্রামে আমাদেরকে অনেক যেতে হবে। তবে আমরা হাল ছেড়ে দেবো না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। সেখানে শ্রদ্ধা নিবেদনের শেষে শেরে বাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতারা। মির্জা ফখরুল সেখানে বলেন, দেশে বতর্মানে একটা রাজনৈতিক, অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। এই অবস্থা থেকে বেশিদিন চলতে দেওয়া যায় না। এই অবস্থা থেকে আমাদেরকেই এমন একটি পথ বের করতে জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে যে, দেশে আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে।
‘দুর্ভাগ্য আমাদের, ১৯৭৪-৭৫ সালে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। আজকে দীর্ঘ ১০ বছর তারা নিজেস্ব কায়দায় নিবার্চন করে, জোর করে ক্ষমতায় টিকে আছে। এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা সহ নষ্ট করে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে।’ ফখরুলের ভাষায়, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে।’ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। এসময় তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমিনুল হক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান শিমুল, আকরামুল হাসানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অন্যান্যরা উপস্থিত ছিলেন।