প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ এএম আপডেট: ১৭.১২.২০২০ ১২:৫১ পিএম | প্রিন্ট সংস্করণ
সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে তাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। স্বাধীনতাবিরোধীর সাথে কোনো আপস করা হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই বিজয়ের দিনে আমাদের শপথ নিতে হবে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার। তাদের যে বিষবৃক্ষ ও ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। তিনি আরো বলেন, ‘দেশে আজ দুটি ধারা চলছে। একটি হলো সাম্প্রদায়িকতা, আরেকটি হলো অসাম্প্রদায়িকতা। একদিকে ৪৭-এর চেতনা, অন্যদিকে ৭১-এর চেতনা।’
ভাস্কর্য ইস্যুতে হেফাজতের সঙ্গে সরকারের সাম্প্রতিক বৈঠকের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুও পাকিস্তানিদের উদ্দেশ্য জানার জন্য তাদের সঙ্গে বৈঠক করেছেন। হেফাজতের সঙ্গেও বৈঠক করা হয়েছে তাদের উদ্দেশ্য জানার জন্য। মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ, শপথ বিষয়ে কোনো আপস করা হবে না। তাদের আমরা সেটাও জানিয়ে দিতে পারি।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও অন্যান্য নেতাকর্মীরা। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যথাক্রমে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আহমদ চৌধুরী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।