টাঙ্গাইলে ব্যাংকে ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলন, অতঃপর...
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ২:০১ এএম আপডেট: ১৭.১২.২০২০ ২:০৩ এএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের বাসাইলে কৃষি ব্যাংকে ঝাড়ুতে জাতীয় পতাকা উঠানোর অপরাধে সুলতান আহমেদকে(৫৪)১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।কারাদণ্ডপ্র্রাপ্ত সুলতান আহমেদ ব্যাংকের নিরাপত্তা প্রহরী্।
বুধবার (১৬ ডিসেম্বর) বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহান স্বপ্নার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টাঙানোর নির্দেশনা ছিল।সরকারি নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকা একটি ঝাড়ুতে উঠানো হয়।
জাতীয় পতাকাকে অবমাননার দায়ে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্যাংকের ওই শাখার ম্যানেজারসহ সকল কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।