প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালঞ্চ প্রদান, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম,উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,ও অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।
সকাল ১১টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে।এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ও বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন,গুরুত্বপূর্ণ ভবন ও সড়কের উভয় পাশে সুসজ্জিত করণ ও আলোকসজ্জা করা হয়।
জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। সর্বশেষ সন্ধ্যা ৭ ঘটিকার সময় ভার্চুয়াল মাধ্যমে উপজেলা শিল্পকলা একাডেমী ও কিশোরী ক্লাব হালুয়াঘাটের মাধ্যমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।